অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শনিবার (৩ মে) দিনভর চলা হামলায় আরও ৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৫২ হাজার ৪৯৫ জনে দাঁড়িয়েছে।
গত ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর নতুন দফার হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩৯৬ জন ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার ৩২৫ জন আহত হয়েছেন।
শুধু গত ৪৮ ঘণ্টায় নিহত হয়েছেন ৭৭ জন, আহত ২৭৫ জন। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।
চিকিৎসা ও বেসামরিক প্রতিরক্ষা সূত্র বলছে, নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। উদ্ধারকাজ এখনো চলমান, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক চাপে ইসরায়েল একতরফা যুদ্ধবিরতিতে রাজি হলেও, গাজা থেকে সেনা প্রত্যাহার সংক্রান্ত বিরোধে তা ভেঙে দেওয়া হয় মার্চ মাসের তৃতীয় সপ্তাহে। এরপরই ফের বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এই আগ্রাসনের ফলে গাজার ৮৫ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছেন। গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস হয়ে পড়েছে। গাজা পরিণত হয়েছে চিকিৎসা ও খাদ্যহীন এক মৃত্যুপুরীতে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা চলছে।
একুশে সংবাদ/ ঢ.প/এ.জে
আপনার মতামত লিখুন :