AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের সামনেই মাস্ক-রুবিও’র বিতর্ক


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৪৩ এএম, ৮ মার্চ, ২০২৫

ট্রাম্পের সামনেই মাস্ক-রুবিও’র বিতর্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই বিতর্কে জড়িয়ে পড়েন হোয়াইট হাউসের উপদেষ্টা ইলন মাস্ক এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তাদের মধ্যে বাকবিতণ্ডা বেঁধে যায়। নিউইয়র্ক টাইমস-এর উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

এএফপি জানিয়েছে, মন্ত্রিসভার বেশিরভাগ সদস্যই অনেকটা পর্যবেক্ষক হিসেবে ছিলেন, তারা মাস্ক ও রুবিওর বিতর্কে যোগ দেননি। মাস্ক ও রুবিওর দ্বন্দ্বের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। 

এবিসি নিউজ জানিয়েছে, মাস্ক রুবিওর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি তার বিভাগের কাউকে ছাঁটাই করেননি।

এর জবাবে রুবিও বলেছেন, এই অভিযোগ সত্যি নয়। তিনি বলেছেন, এই বিভাগের হাজারেরও বেশি কর্মী সব ধরনের সুযোগ সুবিধাসহ আগাম অবসরে গেছেন।এ সময় পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ট্রাম্প এবং রুবিওকে বলেছেন, মাস্ক ভালো কাজ করছে। এর আগে বৈঠকের আগে ট্রাম্প মন্ত্রিসভায় বলেছেন, তারা তাদের সংস্থাগুলোর প্রধান, ইলন মাস্ক নন।

মাস্ক-রুবিওর দ্বন্দ্বের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে জানতে চাইলে কেউ কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে এবিসি নিউজ।

তবে মাস্ক-রুবিও’র মধ্যে কোনো দ্বন্দ্ব হয়নি বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, তাদের কোনো দ্বন্দ্ব হয়নি। আমি সেখানে ছিলাম। আপনারই অযথা ঝামেলা তৈরি করেছেন।  

একুশে সংবাদ/ এস কে

Link copied!