AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১০ মে, ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর কংগ্রেসে প্রথম ভাষণ দিচ্ছেন ট্রাম্প


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:২৩ পিএম, ৫ মার্চ, ২০২৫

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর কংগ্রেসে প্রথম ভাষণ দিচ্ছেন ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম বিবিসি বুধবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ।

এ সময় সীমান্ত শক্তিশালী করতে আইন পাসে কংগ্রেসের প্রতি আহ্বান জানান ট্রাম্প। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ফিরে এসেছে এবং আমরা শুরু করেছি।’

ট্রাম্প বলেন, তার নতুন বাণিজ্য নীতি যুক্তরাষ্ট্রের কৃষকের জন্য ভালো হবে। তিনি কৃষকদের ভালোবাসেন বলেও জানান।

এছাড়া যুক্তরাষ্ট্রের ‘গোল্ড কার্ড’ নিয়ে যৌথ অধিবেশনে কথা বলেন ট্রাম্প। এর আগে ৫০ লাখ ডলারের ‘গোল্ড কার্ড’ দিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব কেনা যাবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। 

কংগ্রেসের ভাষণে কানাডা এবং মেক্সিকোর মাদক ফেন্টানিল নিয়েও কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ‘কানাডা ও মেক্সিকো থেকে এত পরিমাণে ফেন্টানিল আমাদের দেশে আসতে আগে কখনও দেখা যায়নি।’এটি হাজার হাজার পরিবার ধ্বংস করছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

তিনি বলেন, দুটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার ভর্তুকি পাচ্ছে। আমরা আর এটি করব না।

এছাড়া সরকারি বাজেটের ভারসাম্য বজায় রাখার প্রতিশ্রুতিও দেন ট্রাম্প। 

ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিত এবং কানাডা ও মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে পণ্য প্রবেশে ২৫ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণার পর কংগ্রেসে ভাষণ দিলেন। যা মঙ্গলবার (৪ মার্চ) থেকে কার্যকর হয়েছে।

 

একুশে সংবাদ//এ.জে

Shwapno
Link copied!