AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রাম্পের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:১৮ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৫

ট্রাম্পের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন পিট হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর পদ নিশ্চিত করেছেন পিট হেগসেথ। দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনয়ন দিয়েছিলেন। শুক্রবার রাতে সিনেটেও তার নিয়োগের বিষয়টি নিশ্চিত হয়েছে।


শুক্রবার রাতে সিনেটে তার নিয়োগ নিশ্চিতে ভোটাভুটি হয়। কিন্তু ৫০-৫০ এ ‘টাই’ হয়ে যাওয়ায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচেষ্টায় পিট হেগসেথের শেষ রক্ষা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ সিনেটের প্রাক্তন নেতা মিচ ম্যাককনেলসহ তিন রিপাবলিকান সিনেটর তার বিপক্ষে ভোট দিয়েছেন।


যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে সিনেটের প্রেসিডেন্ট হন। সাধারণত তাকে এ ধরনের ভোটাভুটিতে অংশ নিতে হয় না। তবে ‘টাই-ব্রেকিং’ পরিস্থিতি হলেই তিনি ভোট দেন। সিনেটের ভোটে ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সদস্যদের সবাই হেগসেথের বিপক্ষে ভোট দিয়েছেন।


প্রতিরক্ষামন্ত্রী হিসেবে হেগসেথের পদ নিশ্চিতকরণের শুনানিতে যৌন নিপীড়ন, অসদাচরণ এবং মদ্যপান সম্পর্কে তিনি একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছেন। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন তিনি। পেন্টাগনে বড় ধরনের পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছেন হেগসেথ। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তাকে এমন একটি পদের দায়িত্ব নিতে হচ্ছে যেখানে প্রায় ৩০ লাখ কর্মী এবং ৮৪৯ বিলিয়ন ডলারের বাজেট তত্ত্বাবধান করতে হবে। সূত্র: বিবিসি 
 

একুশে সংবাদ//বা.প্র//র.ন

Shwapno
Link copied!