AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কারাগারে দাঙ্গায় মোজাম্বিকে ৩৩ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৬:৫৫ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৪

কারাগারে দাঙ্গায় মোজাম্বিকে ৩৩ জনের মৃত্যু

মোজাম্বিকের রাজধানী মাপুতোর একটি কারাগারে দাঙ্গায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। দাঙ্গার সুযোগে কারাগারের দেয়াল ভেঙ্গে দেড় হাজারেরও বেশি কয়েদি পালিয়ে গেছেন। দেশটির পুলিশ জেনারেল কমান্ডার বার্নারদিনো রাফায়েল এ তথ্য নিশ্চিত করেছেন। বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে গত অক্টোবর থেকেই দেশটিতে অস্থিরতা বিরাজ করছে।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত সোমবার ক্ষমতাসীন দল ফ্রেলিমোকে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হয়। দীর্ঘদিন ধরেই মোজাম্বিকে ক্ষমতায় রয়েছে ফ্রেলিমো। তবে শীর্ষ আদালতের ওই ঘোষণার পর বিরোধী দল এবং তাদের সমর্থকরা দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু করে। এই নির্বাচনে কারচুপির অভিযোগ আনা হয়েছে।

নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সহিংসতায় ২১ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। আফ্রিকার দেশটিতে গত সোমবার থেকে মোট ২৩৬ দফা গুরুতর সহিংসতার খবর পাওয়া গেছে। এতে ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সাংবিধানিক কাউন্সিল ফ্রেলিমো পার্টিকে বিজয়ী নিশ্চিত করার পরই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারী ও বিরোধী দলগুলো বলছে, গত ৯ অক্টোবরের ভোটে কারচুপি হয়েছে।বিরোধী দলগুলো এবং নির্বাচন পর্যবেক্ষকরা ভোটে কারচুপির অভিযোগ এনেছেন। তবে ফ্রেলিমো পার্টি সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

শীর্ষ আদালত ক্ষমতাসীন পার্টির ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হওয়ার ঘোষণা দেওয়ার সাথে সাথেই বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেনের সমর্থকরা সোমবার রাতে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন, ব্যাঙ্ক এবং অন্যান্য স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বিভিন্ন স্থানে টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং রাস্তা-ঘাট অবরোধ করা হয়েছে।

জানা গেছে, দাঙ্গায় হতাহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে ১ হাজার ৫৩৪ জন কারাগার থেকে পালিয়ে যায়। তবে প্রায় ১৫০ জনকে আটক করে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

পুলিশ জেনারেল কমান্ডার বার্নারদিনো রাফায়েল বলেছেন, কারাগারের বাইরের বিক্ষোভ দাঙ্গা পরিস্থিতিকে উস্কে দিয়েছে। তবে স্থানীয় বেসরকারি প্রচারমাধ্যম মিরামার টিভিকে আইনমন্ত্রী হেলেনা কিডা বলেন, কারাগারের ভেতরে অস্থিরতা শুরু হয়েছিল এবং বাইরের বিক্ষোভের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!