AB Bank
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইয়েমেন উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪১


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১২:১৬ পিএম, ২৬ জুলাই, ২০২৪
ইয়েমেন উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৪১

ইয়েমেনে লোহিত সাগর উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ৪১ জন। উদ্ধার করা গেছে মাত্র চারজনকে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) রাতে লোহিত সাগরের ইয়েমেন উপকূলে ৪৫ জন অভিবাসী এবং শরনার্থী বহনকারী একটি নৌকা ডুবে যায়। এতে মাত্র ৪ জনকে জীবিত উদ্ধার করা গেছে। আর নিখোঁজ রয়েছেন ৪১ জন।

নৌকাটি লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত দিয়ে যাচ্ছিল। এরই মধ্যে তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং ওভারলোডিংয়ের কারণে নৌকাটি ডুবে যায়। জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাত দিয়ে বিবিসি ইয়েমেনের নিখোঁজ অভিবাসীদের বিষয়টি নিশ্চিত করেছে।

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা। 

এর আগে, গত মাসে ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে যায়। এতে অন্তত ৫৬ জন সোমালি এবং ইথিওপিয়ান অভিবাসীর মৃত্যু হয়। এছাড়াও ১৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে ছিলেন ৩১ জন নারী ও ছয় শিশু।

ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুসারে, হর্ন অব আফ্রিকা থেকে ইয়েমেনে আগত অভিবাসীর সংখ্যা ২০২২ সালের প্রায় ৭৩ হাজার থেকে বেড়ে গত বছর ৯৭ হাজার ২০০ জনের বেশি হয়েছে।

দেশটিতে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার পাশাপাশি তীব্র খরা এবং চরম আবহাওয়া দেখা দিয়েছে। এজন্য দেশটির অনেক মানুষ দেশ ছাড়তে উদ্বুদ্ধ হয়েছে। বিপজ্জনক যাত্রার মধ্য দিয়ে শেষ পর্যন্ত প্রতিবেশী দেশ সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করে থাকেন তারা।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!