দক্ষিণ আফ্রিকার জোহানিজবার্গের অদুরে লানেসিয়ার নিকটবর্তী এনাডিন এলাকায় ডাকাতের গুলিতে ফিরোজ আলম নামে এক বাংলাদেশি নিহত হয়েছে। গুরুতর আহত হয় তার শ্যালক নাসির উদ্দিন।
জানা যায়, বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একদল ডাকাত নাসির উদ্দিনের দোকানের পেছন দিয়ে প্রবেশ করে। এ সময় নগদ অর্থ, সিগারেট, এয়ারটাইমসহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় এলোপাতাড়ি গুলি ছুড়ে। দোকানে থাকা ফিরোজ আলমের বুকে ও হাতে তিনটি গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
দোকানে থাকা নাসির উদ্দিনের হাতে গুলিবিদ্ধ হলে দ্রুত তাকে বারাকওয়ানা হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে বারাকওয়ানা হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ফিরোজ আলম মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার ইছাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি তার শ্যালক নাসির উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন। আহত নাসির উদ্দিন বাংলাদেশি স্ত্রীসহ দোকানের পাশের বাসার থাকেন।
একুশে সংবাদ/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

