ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরাইলে, দাবি আগাম নির্বাচনের। শনিবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
এ সময় সরকারবিরোধী স্লোগানে উত্তাল হয়ে পড়ে রাজপথ। নেতানিয়াহুর যুদ্ধনীতির সমালোচনাও করেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন তারা।
ইসরাইল সরকার কোনোভাবেই দমাতে পারছে না আন্দোলনকারীদের। সরকারবিরোধী বিক্ষোভে ফুঁসে উঠেছে তেল আবিবের রাজপথ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পদত্যাগ করে আগাম নির্বাচনের দাবিতে পথে নেমে এসেছেন দশ হাজারের বেশি ইসরাইলি।
বিক্ষোভকারী গণমাধ্যমকে বলেন, আমি এখানে এসেছি আন্দোলন করতে। আমার দেশের সরকারসহ পুরো বিশ্বের সব নেতাদের প্রতি আমাদের চাওয়া, দয়া করে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনুন। একটি চুক্তি করুন। আমাদের সন্তানদের ফিরে আসতে দিন। আমরা ভেঙে পড়ছি এবং ক্লান্ত। এই নির্মমতার শেষ চাই।
গত শুক্রবার দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইসরাইলের বিক্ষুব্ধ জনগণ। এসময় নেতানিয়াহুর যুদ্ধনীতির সমালোচনা করে জিম্মি মুক্তির জন্য হামাসের সাথে চুক্তির দাবিও জানান বিক্ষোভকারীরা।
এসময় তারা বলেন, আমরা আমাদের প্রিয়জনকে হারানোর ২৬০ দিন কাটাচ্ছি। তারা গাজায় হামাসের হাতে আটক রয়েছে। গাজার পরিস্থিতি নরকের চেয়েও খারাপ। সেখানে ওরা কীভাবে আছে, কোথায় আছে ভেবে একটা মুহূর্তও আমরা স্বস্তিতে নেই।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :