AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৩ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৬০ জনের মৃত্যু


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫৩ এএম, ১১ মে, ২০২৪

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৬০ জনের মৃত্যু

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় অন্তত ৬০ জন মারা গেছেন। এ ছাড়া এ বন্যায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টানা ভারী বৃষ্টিপাতে আফগানিস্তানের বাঘলান প্রদেশের পাঁচটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৬০ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিতে কয়েক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে প্রায় দুই হাজার ঘর-বাড়ি ছাড়াও মসজিদ এবং বিদ্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রদেশটির ঘর-বাড়ি। অন্তত দু’শ জনের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বন্যায় অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আবদুল মতিন রয়টার্সকে জানান, বাঘলান প্রদেশে বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে রাতের অন্ধকারে পর্যাপ্ত আলোর অভাবে ঠিকমত কাজ করা যায়নি।

স্থানীয় কর্মকর্তা হেদায়াতুল্লাহ হামদার্দ বার্তাসংস্থা এএফপিকে বলেন, দুর্গতদের সাহায্যের জন্য বাস্তুহারা কিছু পরিবারের কাছে প্রয়োজনীয় তাঁবু, কম্বল এবং খাবার পৌছে দেয়া হয়েছে। এছাড়াও কেউ মাটি চাপা পড়েছে কিনা সেদিকে নজর রাখছে সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা।

ভয়াবহ বন্যার জন্য কাবুল এবং উত্তর আফগানিস্তানের মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

Shwapno
Link copied!