হামলায় ক্ষতিগ্রস্ত উত্তর গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশের জন্য নতুন করিডোর খুলেছে ইসরায়েল। শুক্রবার (১২ এপ্রিল) এই নতুন করিডোর খোলার কথা বলেছে দেশটি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।
ইসরায়েল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত উত্তর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের জন্য নতুন করিডোর খুলেছে। এটি অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা প্রবেশ বাড়াবে।
জাতিসংঘ বলেছে, গাজার ভেতরে ত্রাণ বিতরণ সমস্যার কারণে সহায়তার বিষয়টি ঠিক মতো বোঝা যাচ্ছে না।
গাজায় ছয় মাসের যুদ্ধে ফিলিস্তিনিরা প্রকট সমস্যায় পড়েছেন। সেখানে ১০ লাখের বেশি মানুষ খাদ্যাভাবে রয়েছেন।
এদিকে, পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় একজন হামাস যোদ্ধাসহ দুইজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অঞ্চলের একটি গ্রামে তাণ্ডব চালিয়েছেন ইসরায়েলিরা। সেখানে গুলি করে এবং বাড়ি ও গাড়িতে আগুন দেন দখলদার ইসরায়েলি।
৭ অক্টোবর হামাস-ইসরায়েল সংঘর্ষ শুরু হয়েছে। হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়াও ২৫০ জন ইসরায়েলিকে জিম্মি করেছেন ফিলিস্তিনি যোদ্ধারা।
একুশে সংবাদ/ বা.ট্রি/এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

