আওয়ামী শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনের স্বপ্ন যারা দেখছেন, তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সন্ধ্যায় রংপুর জিলা স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “কেউ যদি আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন, আমরা মহান আল্লাহর সাহায্যে সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করব। কোনো প্রশাসনিক ক্যু করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে মাস্তানতন্ত্র চলতে দেওয়া হবে না, কালো টাকার খেলা বরদাশত করা হবে না।”
জনসভায় জামায়াত আমির বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের নির্বাচন ব্যবস্থায় মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বারবার সে সংস্কারের কথা বলে এসেছি এবং প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে তা আদায় করে ছাড়ব। ইনশাআল্লাহ সুষ্ঠু নির্বাচনও নিশ্চিত করা হবে।”
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, অপচেষ্টা ও ইঞ্জিনিয়ারিংয়ের আলামত আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনার হাতে যখন সব বাহিনী ছিল, তখনও জনতার জাগরণের মুখে কেউ তাকে রক্ষা করতে পারেনি। তাই এবারও জনগণ আরেকটি ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না।”
তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি, দেশে ফ্যাসিবাদের সামান্যতম চিহ্নও থাকা পর্যন্ত আমাদের লড়াই চলবে। এ লড়াই কেউ থামাতে পারবে না।”
সভায় উপস্থিত যুবকদের উদ্দেশে ডা. শফিক আহ্বান জানান, “নির্বাচনের সময় যেন কেউ কোনো অপকর্ম করতে না পারে, সে লক্ষ্যে যুবকদের মাঠে থাকতে হবে।”
জামায়াতের এ জনসভায় আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, উত্তরাঞ্চলের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম।
রংপুর মহানগর ও জেলা জামায়াত জনসভার আয়োজন করে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন