হিজাব না পড়ায় তেহেরানের মেট্রোরেলে অপ্রত্যাশিতভাবে আহত ইরানের তরুণী অমিত্র গ্যারাভ্যান্ড দীর্ঘ সময় ধরে অসুস্থ থাকার পর মারা গেছে।
শনিবার (২৮ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ইরনা নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত ১ অক্টোবর মেট্রোরেলে ওঠার কয়েক সেকেন্ডের মধ্যে হামলার শিকার হন অমিত্র গারাভ্যান্ড। ওইদিন প্রকৃতপক্ষে কী হয়েছিল তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। তার এক বন্ধু ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে জানায়, স্টেশনে দাঁড়ানোর পরই তার মাথায় আঘাত করা হয়।
এদিকে অমিত্র গ্যারাভ্যান্ডের একটি শব্দহীন ভিডিও ছড়িয়ে পড়েছে। তার বাবা মা ওই ভিডিও পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তারা বলছেন, তাদের মেয়ে উচ্চ রক্তচাপের সমস্যা আছে। আবার তাকে আঘাত করাও হতে পারে।
তবে অধিকারকর্মীরা বলছেন, অমিত্র হিজাব পরিধান না করায় তার ওপর হামলা করা হয়েছে। তারা জাতিসংঘকে এ বিষয়ে নিরপেক্ষভাবে তদন্তের আবদেন জানিয়ে।
হিজাব আইন লঙ্ঘনের দায়ে গত বছর নৈতিক পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন মাহসা আমিনি। পরে নির্যাতনে তার মৃত্যু হলে পুরো ইরান ব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ ঘটনার এক বছর পূর্তিতে আবারও এমন ঘটনা ঘটল।
একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

