ইলেকট্রিক টু হুইলার শিল্পে অগ্রগামী প্রতিষ্ঠান রিভো বাংলাদেশ ফেনীতে সম্প্রতি তাদের নতুন ৩এস শোরুম উদ্বোধন করেছে। ফেনীর মহিপালে শহীদুল্লাহ কাউসার সড়কে নতুন এই শোরুম চালু করা হয়েছে। পরিবেশবান্ধব ও আধুনিক যানবাহনের আরও বিস্তৃত ব্যবহার নিশ্চিত করতে রিভোর এই পদক্ষেপ এই অঞ্চলের মানুষের জন্য নিয়ে এসেছে এক নতুন সম্ভাবনা।
উদ্বোধনীর বিষয়ে রিভো বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর ভেন নিই বলেন, ফেনীর মানুষ এখন রিভোর সর্বশেষ প্রযুক্তি ও সাশ্রয়ী ইভি সমাধান উপভোগ করতে পারবেন। আমরা শুধু বাইক বিক্রি করতে নয়, বরং টেকসই জীবনের নতুন অধ্যায় শুরু করতে এসেছি।”
এই ৩এস শোরুমে গ্রাহকরা পাচ্ছেন বিক্রয়, সার্ভিস ও স্পেয়ার পার্টসের সম্পূর্ণ সেবা। এছাড়াও থাকছে এক্সক্লুসিভ অফার এবং নতুন উন্মোচিত মডেল এ১০, এ১২, এ১২এস, সি৩২ওয়াই ও সি৩২ এর টেস্ট রাইড ও ক্রয়ের সুযোগ।
একুশে সংবাদ//এস.কে// এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

