নিজের হাতে টুইটারের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই ইলন মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সকে পুরোপুরি পরিবর্তন করার চেষ্টা করছেন। গত কয়েক মাসে এক্স-এ অনেক পরিবর্তন হয়েছে।
সাম্প্রতিক সময়ে টেক দুনিয়ায় সবচেয়ে বড় খবর, ইলন মাস্ক খুব শিগগিরই এক্স টিভি অ্যাপ (X TV App) চালু করবেন। এরই মধ্যে দিয়ে টেসলার সিইও এবং স্পেসএক্সের মালিক এখন টিভির বিশ্বেও নিজের অস্তিত্ব জাহির করার প্রস্তুতি নিচ্ছেন।
এক্স এর সিইও লিন্ডা ইয়াকারিনোর মতে, এক্স টিভি অ্যাপে উচ্চ মানের সামগ্রী পাবেন ব্যবহারকারীরা। এছাড়া এই অ্যাপের মাধ্যমে, ব্যবহারকারীরা তাদের মোবাইল এর ফিচার টিভিতে কাস্ট করার সুবিধাও পাবেন।
এক্স-এর এই ঘোষণার পর ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোর সামনে একটি বড় প্রতিযোগিতা আঁচ পাওয়া যাচ্ছে। এক্স টিভি চালু হওয়ার পর এক্স সোশ্যাল মিডিয়া টিভিতেও পাওয়া যাবে। সংস্থার পক্ষ থেকে এখনও এই অ্যাপটি চালু করার তারিখ ঘোষণা করেনি।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

