AB Bank
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চ্যাট ব্যাকাপের সময়সীমা শেষ


Ekushey Sangbad
তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭:৫৫ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
চ্যাট ব্যাকাপের সময়সীমা শেষ

চলতি বছর থেকে গুগল ড্রাইভেই সেভ থাকবে হোয়াটসঅ্যাপ ডেটা। অল্প কিছুদিনের মধ্যেই চ্যাট ফ্রি ব্যাক আপ রাখা বন্ধ করে রেখে দেবে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে একটি স্টোরেজ রিভিউ বিকল্প থাকবে, যা ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ ডেটা কতটা স্টোরেজ ব্যবহার করছে তা জানিয়ে দেবে। হোয়াটসঅ্যাপে করা চ্যাটগুলো গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ নিতে না চান তবে আপনি হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার সরঞ্জামটি ব্যবহার করে অ্যানড্রয়েড ডিভাইসের মধ্যে চ্যাটগুলো স্থানান্তর করতে পারবেন।

গুগলের মাত্র ১৫ জিবি স্টোরেজ বিনা মূল্যে ব্যবহার করা যায়। গুগল ফটোজ, ড্রাইভ, জিমেইল, ডকস, ড্রাইভ, মিট, ক্যালেন্ডারের মতো গুগলের বিভিন্ন সেবার ক্ষেত্রে এই স্টোরেজ ব্যবহৃত হয়। এখন হোয়াটসঅ্যাপের ব্যাকআপও যদি এই জায়গা দখল করে, তাহলে গুগল ড্রাইভের স্টোরেজ খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে।

অন্যদিকে যারা গুগল অ্যাকাউন্টে তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট সংরক্ষণ করতে আগ্রহী নন, তারা নতুন অ্যানড্রয়েড কেনার পরে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার অপশনটি ব্যবহার করতে পারেন।

এ ছাড়া টাকা খরচ না করতে চাইলে হোয়াটসঅ্যাপের ব্যাকআপ বন্ধ করে দিতে পারেন। ব্যাকআপ বন্ধ করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. ডিভাইসের হোয়াটসঅ্যাপ প্ল্যাটফর্মে প্রবেশ করুন।
২. প্ল্যাটফর্মটির সেটিংসে যান।
৩. এরপর চ্যাট অপশনে খুঁজে বের করুন এবং ব্যাকআপ অপশনে যান।
৪.  ব্যাকআপ অপশনটি বন্ধ করে দিন।

একুশে সংবাদ/এস কে

Link copied!