AB Bank
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অক্টোবরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৩ লাখ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৫ এএম, ১৭ ডিসেম্বর, ২০২৩
অক্টোবরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ৩ লাখ

কমছে মোবাইল ইন্টারনেট গ্রাহক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হিসেবে, সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে গ্রাহক কমেছে ৩ লাখ ৬০ হাজার।

মোবাইল অপারেটররা বলছে, মূল্যস্ফীতির কারণে কমছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা। এ পরিস্থিতিতে মোবাইল ডেটার দাম কমানোর তাগিদ বিশেষজ্ঞদের।

স্মার্ট বাংলাদেশ গড়তে চায় সরকার। এ লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতে আনা হচ্ছে নানা পরিবর্তন। অথচ স্মার্ট বাংলাদেশের ভিত্তি ইন্টারনেট হলেও কমছে মোবাইল ডেটার ব্যবহার।

বিটিআরসির তথ্য বলছে, সেপ্টেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ছিল ১১ কোটি ৯৭ লাখ ৭০ হাজার। অক্টোবরে তা দাঁড়ায় ১১ কোটি ৯৪ লাখ ১০ হাজারে।

অপারেটরদের সংগঠন অ্যামটবের মহাসচিব মোহাম্মদ জুলফিকার জানান, সব পণ্যে মূল্যস্ফীতির প্রভাব এটি। সব প্রয়োজন মিটিয়ে ইন্টারনেটের পেছনে ব্যয় করতে পারছে না অনেকেই।

তবে অপারেটর কোম্পানি রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদুল আলম জানান, বছরের শেষ দিকে ইন্টারনেট ব্যবহাকারী কমে যাওয়া স্বাভাবিক। আগামী মাস থেকে বা ফেব্রুয়ারি থেকেই ব্যবহারকারী আবার বাড়বে বলে আশা করা যাচ্ছে।

ইন্টারনেট ব্যবহারকারী কমে যাওয়াকে স্মার্ট বাংলাদেশ গড়ার পথে বাধা বলছেন বিশ্লেষকেরা। এ জন্য মোবাইল ইন্টারনেটের দাম কমানোর তাগিদ তাঁদের।

টেলিযোগাযোগ বিশেষজ্ঞ টিআইএম নুরুল কবির বলেন, ইন্টারনেট বর্তমান যুগে একটি নিত্যপ্রয়োজনীয় সেবা। এটি ব্যবহারের জন্য যত রকম প্রণোদনা দেওয়া সম্ভব, তা দেওয়া উচিত। স্মার্ট বাংলাদেশ গড়ার পেছনে ইন্টারনেটের ব্যবহারের ভূমিকা অপরিসীম।

বর্তমানে ব্রডব্যান্ড গ্রাহক রয়েছে এক কোটি ২৪ লাখ ৯০ হাজার। সে হিসেবে বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারী ১৩ কোটি ১৮ লাখ ৯০ হাজার। 

একুশে সংবাদ/এসআর

Link copied!