হোয়াটসঅ্যাপের পর এবার মেসেজ পাঠিয়ে এডিট করা যাবে মেসেঞ্জারেও। সম্প্রতি এই ফিচার আনল বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক।
তবে এরই মধ্যে ব্যবহারকারীরা মেসেঞ্জারের এই ফিচার উপভোগ করতে শুরু করেছেন।
নতুন এই ফিচারের আওতায় কাউকে মেসেজ পাঠিয়ে সেই মেসেজ পড়ার আগেই এডিট করা যাবে। এমনকি অপরপক্ষ মেসেজটি পড়লেও এডিট করা যাবে। তবে মেসেজের উপরে লেখা থাকবে এডিটেড ট্যাগ।
মেসেঞ্জারে এডিট করার এই সুবিধা মিলবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে। ১৫ মিনিট পর আর এডিট করা যাবে না।
পাঠানো মেসেজ এডিট করার এই সুবিধায় একটুখানি শর্তও জুড়ে দিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। তারা জানিয়েছে এডিট করার এই ফিচারের যাতে অপব্যবহার না হয় সেজন্য কেউ এডিটেড মেসেজে রিপোর্ট করলে তাকে আগের মেসেজটি দেখানো হবে।
একুশে সংবাদ/এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

