AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামিক অর্থ ব্যবস্থায় নগদের ডিজিটাল লেনদেন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৭ পিএম, ২৫ এপ্রিল, ২০২২
ইসলামিক অর্থ ব্যবস্থায় নগদের ডিজিটাল লেনদেন

ধর্মপ্রাণ মুসলমানদের কথা মাথায় রেখে ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্ট নামে শরিয়াহভিত্তিক সেবা চালু করেছে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সার্ভিস “নগদ”। গত ৩ বছর ধরে সরাসরি শরিয়াহ কমিটির তত্ত্বাবধানে পরিচালিত এই প্ল্যাটফর্মটি ডিজিটাল উপায়ে ইসলামিক অর্থ ব্যবস্থার নিশ্চিয়তা দিয়ে আসছে ।

ঘরে বসে খুব সহজেই সুদমুক্ত ও শরিয়াহসম্মত পদ্ধতিতে নিজস্ব তহবিল পরিচালনা করতে পারছে গ্রাহকরা । গ্রাহকেরা খুব সহজেই ‘নগদ’ অ্যাপে ‘আমার নগদ’ অপশনে ক্লিক করে নগদ অ্যাপকে ইসলামিক অ্যাকাউন্টে রূপান্তর করতে পারেন।

ইতোমধ্যে ‘নগদ ইসলামিক অ্যাকাউন্ট’ সেবা বেশ জনপ্রিয়তা পেয়েছে গ্রাহকদের কাছে । ইসলামি শরিয়াহ অনুসারে পরিচালিত হওয়ায় সুদ ছাড়াই গ্রাহকেরা নিজের  অর্থ সঞ্চয় করতে পারেন এই সেবার মাধ্যমে। এছাড়াও গ্রাহকরা ডিজিটাল পদ্ধতিতে তাদের যাকাত ও  ডোনেশন প্রদান করতে পারছেন নগর সেবার মাধ্যমে । 
এ বিষয় নিয়ে সোমবার (২৫ এপ্রিল) সকালে সচিবালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের উদ্যোগে ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেনের ভূমিকা শীর্ষক এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ।

তিনি বলেন, ২০১৯ সালের ২৬ মার্চ নগদের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । এরপর থেকেই  এই অ্যাকাউন্টের মাধ্যমে সুদবিহীন লেনদেনের সুবিধা দিয়ে আসছে নগদ। এর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা ইসলামিক জীবন-বিধান মেনে ডিজিটাল লেনদেনের সুযোগ পাচ্ছেন । নগদ ইসলামিক অ্যাপ থেকে যাকাত ক্যালকুলেটরের মাধ্যমে যাকাতের হিসাব খুব সহজে করা যায়। এছাড়াও গ্রাহকরা বিভিন্ন ইসলামিক ইস্যুরেন্সের প্রিমিয়াম প্রদান, বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানে সহজে দান করা, হজ ও ওমরাহ সংক্রান্ত সব পেমেন্টসহ অন্যান্য সুবিধা খুব সহজে উপভোগ করতে পারবেন। 

বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে নগদের নির্বাহী পরিচালক মোহাম্মদ আমিনুল হক, সাধারণ নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি, ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএসআরএফের সাধারণ সম্পাদক মাসউদুল হক। 

 

একুশে সংবাদ/এসএম

Link copied!