AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
মেডিকেল-ডেন্টাল ভর্তিযুদ্ধ

পরীক্ষায় বসেছেন ১২২৬৩২ শিক্ষার্থী, আসনপ্রতি লড়ছেন ৯ জন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০২ এএম, ১২ ডিসেম্বর, ২০২৫

পরীক্ষায় বসেছেন ১২২৬৩২ শিক্ষার্থী, আসনপ্রতি লড়ছেন ৯ জন

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় দেশের ১৭টি কেন্দ্র ও ৪৯টি ভেন্যুতে একযোগে পরীক্ষা শুরু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হয়। সময়সীমা শেষে কেন্দ্রগুলোতে গেট বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় দেখা যায়। শিক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকে পড়েন, অভিভাবকরা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করেন।

চলতি শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ৫ হাজার ১০০টি এবং সরকারি ডেন্টাল ইউনিটে ৫৪৫টি। বেসরকারি মেডিকেলের এমবিবিএস আসন ৬ হাজার ১টি এবং বেসরকারি ডেন্টালে আসন ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজে মোট আসন ১৩ হাজার ৫১টি— যার মধ্যে এমবিবিএস ১১ হাজার ১০১টি এবং বিডিএস ১ হাজার ৯৫০টি।

এই সীমিত আসনের বিপরীতে এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। অর্থাৎ প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ৯ দশমিক ৪০ জন। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়িয়ে করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট। নতুন সংযোজন— ‍‍`মানবিক গুণাবলি মূল্যায়ন‍‍` শিরোনামের অংশ— এ সময়সীমা বাড়ানোর কারণ।

১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার বিষয়ভিত্তিক বণ্টন: জীববিজ্ঞান: ৩০, রসায়ন: ২৫, পদার্থবিজ্ঞান: ১৫, ইংরেজি: ১৫, সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি: ১৫ ।

পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। প্রতিটি ভুল উত্তরে কাটা যাবে ০.২৫ নম্বর। লিখিত পরীক্ষার পাশাপাশি এসএসসি ও এইচএসসি জিপিএ মিলেও মোট ১০০ নম্বর যোগ হবে। দুই অংশের সম্মিলিত প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা প্রণয়ন হবে।

ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয় ১১ নভেম্বর থেকে এবং শেষ হয় ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!