দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় চারজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৪ জনে।
এ সময়ের মধ্যে নতুন করে ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।
শনিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে রাজধানীসহ বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে রোগীর চাপ অব্যাহত রয়েছে।
চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জনে। আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ২০২ জন।
সংক্রমণের দিক থেকে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এদিন ঢাকার দুই সিটি করপোরেশনসহ বিভাগটিতে আক্রান্ত হয়েছেন ১৫৫ জন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই পুরুষ।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে