AB Bank
ঢাকা বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:৪৫ পিএম, ১২ ডিসেম্বর, ২০২৩
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১ হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগী ৩১১ জন। এ নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ডেঙ্গুরোগী ১ হাজার ৯৮১ জন। এছাড়া সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৩১১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮০ জন। ঢাকার বাইরের ২৩১ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মারা গেছেন ২ জন। তারা দুজনই ঢাকার বাইরের।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট তিন লাখ ১৭ হাজার ৯৫৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ১৮১ জন। ঢাকার বাইরের দুই লাখ আট হাজার ৭৭৫ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ জন এবং ঢাকার বাইরের ২৭৯ জন।

গত ১ জানুয়ারি থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৪ হাজার ৩০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৭ হাজার ৬৪৫ জন এবং ঢাকার বাইরের দুই লাখ ৬ হাজার ৬৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন ও ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।


একুশে সংবাদ/চ.ট.প্র/জাহা
 

Link copied!