করোনায় আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি রোগীর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২০ জন, আট বিভাগে এটি সর্বোচ্চ মৃত্যু। এছাড়া এ বিভাগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ হাজার ৭৬৭ জনের। মৃতের শতকরা হার ৪৩.৪৯। অদ্যবধি দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৫৮ জনে।
ঢাকা বিভাগে ২৪ ঘন্টায় ১৮ হাজার ৮৬ জনের নমুনা পরীক্ষায় ১ হাজার ৩১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
অদ্যবধি বিভাগে শনাক্ত হয়েছে ৯ লাখ ২ হাজার ২৬১ জন রোগী। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন করোনা রোগী।
আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একুশে সংবাদ/তাশা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

