আজকের মজার কৌতুক
কোপা শামছু স্কুলের ক্লাসে। ইতিহাস শিক্ষক আবু নাঈম পড়াচ্ছেন। সুলতানি আমলের বিষয়ে অনেক লেকচার দিলেন শিক্ষক। লেকচারের এক পর্যায়ে দেখেন তার এক ছাত্র কোপা শামছু অঘোরে ঘুমোচ্ছে। পাশে আবুলের গায়ে ঢলে পড়ছে মাঝে মাঝে।

শিক্ষক আবু নাঈম : কি রে কোপা শামছু? ক্লাসে ঘুমাচ্ছিস যে? কাল রাতে কোথায় গেছিলি?
কোপা শামছু : স্যার- একটা হলিউডের মুভি দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো। তাই ভালো ঘুম হয়নি।

শিক্ষক আবু নাঈম : তা তুই আমার ক্লাসে কখন থেকে ঘুমাচ্ছিলি?
কোপা শামছু : কেন স্যার? আমি তো সুলতানি আমল থেকেই ঘুমাচ্ছিলাম।
শিক্ষক আবু নাঈম : আমার সাথে ফাইজলামি হচ্ছে?

কোপা শামছু : ছি. ছি. স্যার। আপনি গুরুজন। আপনার সাথে কি আর ফাইজলামি করা চলে?
শিক্ষক আবু নাঈম : ফাইজলামি নয় তো কী? সুলতানি আমল কয়শো বছর আগের জানিস? সেসময় থেকে কেউ বেঁচে আছে?
কোপা শামছু : স্যার আপনার আইকিউ তো একেবারে কম। আপনি যখন সুলতানি আমল পড়ানো শুরু করেছেন-তখন থেকেই আমি ঘুমাতে ছিলাম।
একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

