আজকের কৌতুক
কুমিল্লার ‘ইতর আলি’ যখন ক্লাসে
রংপুরের মফিজ আর বরিশালের কোপা শামছুর সাথে কৌতুকপ্রিয় পাঠকের আগেই পরিচয় হয়েছে। এবার কৌতুকপ্রিয় পাঠকদের সাথে কুমিল্লার খুবই জ্ঞানী একজন মানুষ ‘ইতর আলি’র সাথে পরিচয় করিয়ে দেবো।
ইতর আলি অনেক মজার মজার কথা বলতে পটু। আশা করছি- পাঠক ইতর আলির কথাবার্তা থেকে অনেক কিছু শিখতে, জানতে পারবেন। আর সাথে থাকবে দমফাটানো এক হাঁড়ি হাসি।

ইতর আলি স্কুলে গেছে। ক্লাস সিক্সে প্রথম দিনের প্রথম ক্লাস চলছে। শিক্ষক প্রথম ক্লাসে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ধরনের জ্ঞান দিচ্ছেন।
শিক্ষক : শোনো শিক্ষার্থীরা-জীবনে উন্নতি করতে হলে ভালো অভ্যেস করতে হবে। কোনো কু-অভ্যেস করা যাবে না।
ইতর আলি : স্যার, কু-অভ্যেস কোনগুলো?
শিক্ষক : যেমন- কু-নেশা, কু-প্রথা, কু-কাম, কু-কথা, কু-ডাক ইত্যাদি।

ইতর আলি : সব বুঝলাম স্যার-কু-ডাক কোনটি?
শিক্ষক : এই ধরো আমার পেটটা একটু মোটা। অনেকেই আমার পেছনে ডাকে মুটু স্যার আইছে রে। এটাই কু-কথা।

ইতর আলি : সব ঠিক আছে স্যার। আপনার আদেশ অক্ষরে অক্ষরে মানবো। কিন্তু একটা মানতে পারবো না।
শিক্ষক : কোনটা মানতে পারবে না?

ইতর আলি : আমাদের জেলার নাম কুমিল্লা। মানে কু-মিল্লা। এই কু বাদ দিলের জেলার অস্তিত্ব থাকে কই?

একুশে সংবাদ/ এসএডি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

