সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সকালে প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে আগামী তিন দিন ভারী (৪৪–৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮ মিমি/২৪ ঘণ্টা) বৃষ্টি নামতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণের কারণে ভূমিধসের ঝুঁকি রয়েছে। এছাড়া ঢাকায় ও চট্টগ্রামে অস্থায়ী জলাবদ্ধতাও দেখা দিতে পারে।
এদিকে, শনিবার মধ্যরাত থেকে রাজধানীতে টিপটিপ বৃষ্টি হচ্ছে। যদিও এখনো সড়কে পানি জমেনি, তবে বৃষ্টির কারণে যানবাহনের গতি কমে গেছে। এতে অফিসমুখী মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। উত্তরা, খিলক্ষেত, বনানী, মালিবাগ ও বিজয় সরণির মতো গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ফলে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে