আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই অবস্থার কারণে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, শুক্রবার (৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও রয়েছে।
শনিবার (৫ জুলাই) সকাল থেকে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তখন দেশের সব বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।
রোববার (৬ জুলাই) এবং সোমবার (৭ জুলাই) পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এসব দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কম থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামনের পাঁচ দিনেও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে।
একুশে সংবাদ/স.ট/এ.জে