AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৫ এএম, ২৪ জুলাই, ২০২৫

সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা জারি

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে দেওয়া এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর ফলে সেখানে বাতাসের চাপের পার্থক্য বেড়ে গেছে এবং উপকূলীয় অঞ্চলজুড়ে দমকা হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। তাদেরকে উপকূলের নিকটবর্তী এলাকায় থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!