দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে দুটি বিভাগে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আশঙ্কাও করা হচ্ছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের (১২০ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি তীব্রতায় বিরাজ করছে।
এই অবস্থায় আগামীকাল বুধবার (৬ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের বেশির ভাগ এলাকায় এবং রংপুর ও রাজশাহীর অনেক স্থানে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাসে আরও জানানো হয়, সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে।
একুশে সংবাদ/স.ট/এ.জে