দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমছে না গরম। বরং তাপমাত্রা আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৬ মে) সকালে দেওয়া পাঁচদিনের পূর্বাভাসে জানানো হয়, চলতি সপ্তাহজুড়েই তাপমাত্রা বাড়তে থাকবে, চলতে পারে তাপপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, ঢাকা ও সিলেট অঞ্চলের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অধিকাংশ জায়গায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
পর্যায়ক্রমে কেমন থাকবে আবহাওয়া:
বুধবার (৭ মে): রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামান্য বাড়বে।
বৃহস্পতিবার (৮ মে): ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, তবে সারাদেশে তাপমাত্রা বাড়তে থাকবে, তাপপ্রবাহ শুরু হতে পারে।
শুক্রবার ও শনিবার (৯-১০ মে): সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, তাপপ্রবাহ অব্যাহত থাকবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী পাঁচ দিনের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়বে, তবে এর আগ পর্যন্ত জনজীবনকে তাপদাহের মধ্যেই চলতে হবে।
গরমের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাজধানীর সড়ক থেকে গ্রামাঞ্চলের মাঠে—ভ্যাপসা গরমে জলকষ্ট, ঘাম, ও অসুস্থতা বাড়ছে। চিকিৎসকরা বলছেন, এমন তাপমাত্রায় পানিশূন্যতা ও হিটস্ট্রোকের ঝুঁকি বাড়ে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, তাপপ্রবাহকালীন বেশি সময় বাইরে না থাকা, প্রচুর পানি পান করা, ও সূর্যের তীব্রতা থেকে বাচ্চা ও বয়স্কদের সুরক্ষা দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
একুশে সংবাদ/চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :