রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকেই চমক সৃষ্টি করে চলেছেন ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তার ঝলক দেখানো থামেনি, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের সালজবার্গের বিপক্ষে ম্যাচে দুটি অ্যাসিস্ট করে নজর কেড়েছেন তিনি। এই অর্জনের মাধ্যমে ২১ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে গোল ও অ্যাসিস্টের কন্ট্রিবিউশনে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির একটি রেকর্ড স্পর্শ করেছেন বেলিংহাম।
এই ম্যাচে বেলিংহাম প্রথম দুই গোলের জন্য অ্যাসিস্ট করেন, প্রথম গোলটির জন্য রদ্রিগোর দুর্দান্ত ফিনিশিংও রিয়াল সমর্থকদের মনে থেকে যাবে। তার মধ্যে, দ্বিতীয় গোলটি ছিল বেলিংহামের এক মধুর ব্যাকহিল পাস, যা ফুটবলপ্রেমীদের মুগ্ধ করেছে।
বেলিংহাম ২১ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে ১১ গোল ও ১৩ অ্যাসিস্টের অবদান রেখেছেন, যা মেসির ১৭ গোল ও ৭ অ্যাসিস্টের তুলনায় প্রায় সমান।
এছাড়া, ২১ বছর বয়সে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্টের কন্ট্রিবিউশন রাখেন কিলিয়ান এমবাপে, যার মোট অবদান ছিল ৩৭ গোল। এরপরেই রয়েছেন আর্লিং হালান্ড, যিনি ২৬টি গোলের অবদান রেখেছিলেন।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

