অস্কারজয়ী মার্কিন পরিচালক ডেভিড লিঞ্চ মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তার মৃত্যুর খবরটি প্রকাশ করে ভ্যারাইটি। জনপ্রিয় নির্মাতার মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তার ভক্তরা। অন্যদিকে এই মৃত্যু নিয়ে নির্মাতার পরিবার তৈরি করেছে নতুন রহস্য।
এক প্রতিবেদনে জানানো হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তার পরিবার ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরটি নিশ্চিত করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, এ বিষয়ে কিছু জানানো হয়নি। তার মৃত্যুতে গোপনীয়তা রক্ষার জন্য সবার সহযোগিতাও চাওয়া হয়। আর এতেই ভক্তদের মনে তৈরি হয়েছে নানান প্রশ্ন।
অন্যদিকে, দীর্ঘবছর ধরে ধূমপানের কারণে দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করছিলেন লিঞ্চ। গত বছর আগস্টেই এ কথা জানিয়েছিলেন লিঞ্চ নিজেই। এ কারণেই কি লিঞ্চের মৃত্যু হয়েছে কি না, তাও অবশ্য স্পষ্ট নয়।হলিউডের প্রথম সারির নির্মাতা ছিলেন ডেভিড লিঞ্চ। তার জন্ম ১৯৪৬ সালে। তিনি ইরেজারহেড, ব্লু ভেলভেট, দ্য স্ট্রেইট স্টোরি, লস্ট হাইওয়ে, দ্য এলিফেন্ট ম্যান, ওয়াইল্ড অ্যাট হার্টসহ একাধিক জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন।
‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ সিনেমাটা ১৯৯০ সালের কান চলচ্চিত্র উৎসবে পাম দর জিতেছিল। নির্মাণের পাশাপাশি তিনি অল্প কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। তার মাঝে ‘টুইন পিকস’ ছবিতে এফবিআই এজেন্ট চরিত্রটি অন্যতম।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :