AB Bank
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ট্রোলিংয়ের শিকার অনন্যা পাণ্ডে


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:০৯ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০২৪
ট্রোলিংয়ের শিকার  অনন্যা পাণ্ডে

কাজ যতই ভালো হোক, কিছু মানুষ নেতিবাচক মন্তব্য করবেনই। যে ভাবেই হোক খুঁত খুঁজে বার করবেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একাধিক বার ট্রোলিংয়ের শিকার হয়েছেন তিনি।

প্রেমিককে রেখে মধ্যরাতে চলে গেলেন অনন্যা পাণ্ডে | Jonamotবলিউডে ব্যর্থ হয়ে হলিউডে পা রাখতে চান অনন্যা পাণ্ডে

অভিনয়ের দক্ষতা নিয়েও বার বার প্রশ্নের মুখে পড়েছেন। সমালোচকদের বিষয়ে প্রশ্ন করা হলে সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘সবাইকে কিছু না কিছু বলা হয়েই থাকে। সমালোচনা হবেই কিন্তু আমি বুঝে গিয়েছি, এগুলোতে কর্ণপাত করাই উচিত নয়।’অনন্যার ভাষ্য, ‘আমি যাই করি না কেন, তারা নিন্দা করবেই। দিন শেষে ঠিক নেতিবাচক কোনও বিষয় তারা খুঁজে বার করবে। তাই ভাল কাজ করার উপরে মনোযোগ দেওয়া উচিত।’

Ananya Pandey: আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের জল্পনা, কবে বিয়ে করবেন  অনন্যা - Bengali News | Ananyna pandey wedding plan know all details about  her | TV9 Bangla News

এদিকে মুক্তি পেয়েছে অনন্যার ওয়েব সিরিজ ‘কল মি বে’। এই সিরিজের প্রশংসা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন তার প্রেমিক ওয়াকার ব্ল্যাঙ্কো। ভক্ত-অনুরাগীরা মনে করেছেন, এই পোস্ট করেই সম্পর্কে সিলমোহর দিলেন ওয়াকার।জুলাই মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রতিটি অনুষ্ঠানেই হাজির ছিলেন অনন্যা। সেই বিয়ের আসর থেকেই নাকি ওয়াকারের সঙ্গে অনন্যার প্রেম। ওয়াকার পেশায় প্রাক্তন মডেল। বর্তমানে তিনি অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কাজ করেন।

অভিনয়ে এসে ‍‍`দায়িত্বশীল‍‍` হয়েছেন অনন্যা

অনন্যার এক ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বলেন, ‘ক্রুজ পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু‍‍`জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভালো বন্ধুত্বও তৈরি হয়েছে।’

 

 

 

একুশে সংবাদ/এসএস

Link copied!