ক্যানসারের কাছে হার মানলেন মাত্র ৫৩ বছর বয়সে মার্কিন অভিনেত্রী শ্যানেন মারিয়া ডোহার্টি। তিনি টেলিভিশন এবং চলচ্চিত্রে সমান জনপ্রিয় ছিলেন। কিন্তু ব্রেস্ট ক্যানসারের কাছে হেরে গেলেন তিনি।
অভিনেত্রীর মৃত্যুর সংবাদটি শনিবার (১৩ জুলাই) সংবাদ মাধ্যমে নিশ্চিত করেছেন তার মুখপাত্র লেসলি স্লোন।
লেসলি স্লোন এক বিবৃতিতে তিনি বলেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বহু বছর ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর হেরে গেছেন অভিনেত্রী শ্যানেন ডোহার্টি। ২০১৫ সালে ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরটি সামনে আনেন শ্যানেন।
তখনই জানিয়েছিলেন যে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত। ২০২৩ সালে তিনি জানিয়েছিলেন তার শরীরে এই রোগ আরও ছড়িয়ে গেছে। শনিবার শেষ হলো সেই লড়াই।
‘বেভারলি হিলস ৯০২০১০’ ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন শ্যানেন। নব্বইয়ের দশকে ছোটপর্দার জনপ্রিয় শো ছিল ‘বেভারলি হিলস ৯০২০১০’। সেই ধারাবাহিকেই হাই স্কুলের ছাত্রী ‘ব্রেন্ডা ওয়ালস’র চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

