AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৯ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

আমরা সবাই মিলে একটা উদ্যোগ নেই: সাবিলা নূর


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:১১ পিএম, ২০ এপ্রিল, ২০২৪
আমরা সবাই মিলে একটা উদ্যোগ নেই: সাবিলা নূর

দেশে গরমের তীব্রতা বেড়েই চলেছে। অসহনীয় তাপদাহে ঢাকাসহ সারা দেশে মানুষের হাঁসফাঁস অবস্থা সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় পরিবেশের ক্ষতি ও তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেকেই পর্যাপ্ত গাছপালা ও বনায়ন না থাকাকে দায়ী করছে। ফেসবুকে বিভিন্ন ইভেন্ট তৈরি হচ্ছে। যেখানে সকলেরই এক স্লোগান, ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান।’

এবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর তার ভক্তদের গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে আজ শনিবার (২০ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

যেখানে সাবিলা লিখেছেন, ‘আসুন, আমরা সবাই মিলে একটা উদ্যোগ নিই। নিজ নিজ এলাকায় অন্তত ১০টি করে গাছ লাগাই।’

তিনি আরও লিখেন, ‘আর এটাকে একটা ইভেন্টে পরিণত করি। পরিবার-বন্ধুবান্ধব সবাই একসাথে মিলিত হই। সেলফি/রিল/টিকটকে ট্রেন্ডিংয়ে নিয়ে আসি ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই ধরনের কোনো ইভেন্টকে। কেমন হবে বলুন তো?’

অভিনেত্রীর সেই পোস্টে ভক্তরাও ব্যাপক সাড়া দিয়েছেন। তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। একজন লিখেছেন, ‘খুব ভালো উদ্যোগ। এখন সবাই মিলে এগিয়ে এসে উদ্যোগটাকে বাস্তবায়ন করাটা খুব জরুরি।’ আরেকজন মন্তব্যে লিখেছেন, ভালো উদ্যোগ। ‌সবাইকে এই বিষয়ে সচেতন করা উচিৎ। খালি‌ যতগুলো স্থান আছে, সব জায়গায় গাছ লাগানো উচিত।’

 

একুশে সংবাদ/এনএস

Link copied!