AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়। ’ বললেন রূপম।


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:৫৪ পিএম, ৫ মার্চ, ২০২৪
‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়। ’ বললেন রূপম।

অনুপ্রেরণা হিসেবে সব সময় জেমসের নাম শ্রদ্ধার সঙ্গেই উচ্চারণ করেন কলকাতার জনপ্রিয় গায়ক রূপম ইসলাম। আর তাই জেমসকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যা বললেন  কলকাতার জনপ্রিয় গায়ক রূপম।মহাগুরুর হাসিমুখ!

গেল ৩ মার্চ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘দুই বাংলার মেলবন্ধন’ শিরোনামে কনসার্টের আয়োজন করা হয়েছিল। তাতে পারফর্ম করে জেমসের ব্যান্ড নগরবাউল ও রূপমের ব্যান্ড ফসিলস। এ কনসার্টের মাধ্যমে চার বছর পর কলকাতায় গাইলেন জেমস। সেই মঞ্চে জেমসকে ‘মহাগুরু’ বলে সম্মোধন করেন রূপম।

এছাড়া, ৪ মার্চ নিজের সোশ্যাল মাধ্যমেও লেখেন এই গায়ক। ছবির ক্যাপশনটা ছিল এমন- ‘গতকালের সন্ধ্যে। মহাগুরুর হাসিমুখ। একটি আলোকচিত্র, যা বাঙ্ময়। ’

মূলত কনসার্টটি ছিল নগরবাউল ও ফসিলসকে কেন্দ্র করেই। রোববার (৩মার্চ) রূপম নিজেও সেই কনসার্টের ভিডিও লাইভ করেছেন। ‘পুজোওয়ালাদের গান-পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ফোরাম ফর দুর্গোৎসব।

কনসার্টে বাংলা গানের পাশাপাশি জেমস গেয়েছেন হিন্দি গানও। ‘ভিগি ভিগি’, ‘আলবিদা’ কিংবা ‘চাল চালের মতো’ হিন্দি গান ছিল সেই তালিকায়।


একুশে সংবাদ/ সাএ

Link copied!