কিংবদন্তি তারকা কমল হাসানের কন্যা শ্রুতি হাসান। দক্ষিণী সিনেমা থেকে শুরু করে বলিউড। কাজ করেছেন বড় বড় তারকাদের সঙ্গে। বাবার পথ ধরে নিজেও প্রতিষ্ঠিত হয়েছেন রূপালি জগতে।
তবে এই অভিনেত্রীই জানালেন, অ্যালকোহল তথা মদ তার জীবনের বড় একটি অংশ ছিল। মদের নেশায় একসময় বুদ ছিলেন তিনি। তবে নিজের সেই বদঅভ্যাস ছাড়তে পেরেছেন। অ্যালকোহল তার জীবনে এখন শুধুই অতীত।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্রুতি বলেন, ‘গত ৮ বছর ধরে আমি সংযত আছি এসব থেকে। আসলে যখন আপনি মদ্যপান করেন না, তখন কোনও পার্টিতে থাকা খুব কঠিন হয়ে যায়। তবে সংযত হয়ে যাওয়া নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। আমার মতে, সংযত হওয়া আমার নিজের জন্যই ভালো।’

শ্রুতি হাসান জানান, তিনি একসময় বন্ধুদের সঙ্গে প্রচুর মদ্যপান করতেন। তার ভাষায়, ‘আমি কখনই মাদকাসক্ত ছিলাম না, কিন্তু অ্যালকোহল আমার জীবনে একটি বড় অংশ ছিল। তবে সেটি ইতিবাচক উপায়ে। আমি সর্বদা ক্ষুধার্ত ছিলাম এবং সবসময় আমার বন্ধুদের সাথে মদ খেতে চাইতাম। একটা সময় পর এটাকে আমার অনর্থক মনে হয়েছে। সে কারণে এটি ছাড়তেও পেরেছি।’

শ্রুতিকে আগামীতে দেখা যাবে বছরের সবচেয়ে প্রত্যাশিত চলচ্চিত্র ‘সালার’-এ। যেখানে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তিনি। ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘সালার : পার্ট ১- সিজফায়ার।’
একুশে সংবাদ/এনএস
 
    
 
                        

 
                                         
                                             
                                                        
                             একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন 
												 
												 
												 
												 
												 
												 
												 
												 
                                             
                                             
                                             
                                             
                                            
