AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৫ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সম্পত্তি ভাগ হচ্ছে বচ্চন পরিবারে, মেয়েকে দিলেন দিলেন প্রিয় বাংলো!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:১১ পিএম, ২৫ নভেম্বর, ২০২৩

সম্পত্তি ভাগ হচ্ছে বচ্চন পরিবারে, মেয়েকে দিলেন দিলেন প্রিয় বাংলো!

বচ্চন পরিবারের ভেতরের সমীকরণ যেন প্রতিদিন বদলাচ্ছে। ঘটনাবহুল তাদের অন্দরমহল। তবে পুরোটাই যেন রয়েছে ধোঁয়াসার পুরু আস্তরণে পিছনে। দিন কয়েক আগেই শোনা যাচ্ছিল, বচ্চনদের বাড়ি ছেড়ে নাকি বাপের বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন ‘বচ্চন বধু ’ ঐশ্বরিয়া রাই বচ্চন।

এছাড়াও শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা বচ্চনের অম্লমধুর সম্পর্কের ফিসফিসানি অনেকেরই কানে গিয়েছে। বচ্চনদের বাড়ির দীপাবলির পুজাতেই অনুপস্থিত ছিলেন বউমা ঐশ্বরিয়া। মেয়েকে নিয়ে দীপাবলির আগেই শহর ছাড়েন তিনি।

তবে এবার শোন যাচ্ছে নতুন তথ্য। চলতি বছরের দীপাবলিতে বাবা অমিতাভ বচ্চন নাকি মেয়ে শ্বেতাকে উপহার স্বরূপ লিখে দিয়েছেন তার সাধের বাংলো ‘প্রতীক্ষা’।

অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চন তাকে এই বাংলোটি উপহার দেন। বলা যেতে পারে অভিনেতার প্রথম সম্পত্তি এটা। এই বাড়িতেই অমিতাভ থাকতেন তার বাবা-মায়ের সঙ্গে।

প্রতীক্ষায় দুটি অংশ রয়েছে। একটি ৮৯০.৪৭ স্কোয়্যার ফুটের। অন্যটি ৬৭৪ স্কোয়্যার ফুট। গত ৮ নভেম্বর এই গিফ্ট ডিড সই করা হয়েছে বলেই খবর। গিফ্ট ডিডেন নথির ছবিও প্রকাশ্যে এসেছে।

সঙ্গে জানা গেছে, এই গিফ্ট ডিডের জন্য ৫০.৬৫ লাখ টাকা স্ট্যাম্প ডিউটি দেওয়া হয়েছে। অমিতাভ এবং জয়া যৌথভাবে তাদের মেয়ে শ্বেতাকে এই বাংলো উপহার দিলেন। তবে এই বাংলোর দাম আনুমানিক ৫০ কোটি।

তাহলে কি বচ্চনদের অন্দরের মনোমালিন্যের জেরেই কি শুরু হয়েছে সম্পত্তির ভাগ-বাটোয়ারা? এজন্য কি দীপাবলির পুজাতে এলেন না ঐশ্বরিয়া? এমন নানা জল্পনা ঘুরপাক করছে বলিউডে।


একুশে সংবাদ/এসআর

Shwapno
Link copied!