AB Bank
ঢাকা সোমবার, ০৪ ডিসেম্বর, ২০২৩, ১৯ অগ্রহায়ণ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

এক ফ্রেম ভাইজান, সিআর 7 ও জর্জিনা (ভিডিও)


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৫৪ পিএম, ২৯ অক্টোবর, ২০২৩
এক ফ্রেম ভাইজান, সিআর 7 ও জর্জিনা (ভিডিও)

ফ্যানদের একদম বাহ ভাই বাহ! একই ফ্রেমে বলিউডের ভাইজান সালমান খানের সঙ্গে  ফুটবলের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একটি বক্সিং রিংয়ের বাইরে একেবারে ফ্রন্ট রো আলো করে বসে আছেন দুই তারকা। সালমান ও রোনাল্ডোর মধ্যেকার সিটে বসেছেন সিআর সেভেনের হট গার্লফ্রেন্ড জর্জিনা রডরিগেজ।

 

সালমান খান সম্প্রতি সৌদি আরবের রিয়াদে ছিলেন যেখানে তিনি টাইসন ফিউরি এবং ফ্রান্সিস এনগান্নুর মধ্যে বক্সিং ম্যাচে অংশ নিয়েছিলেন। ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং পার্টনার জর্জিনা রডরিগেজ পাশে ম্যাচটি উপভোগ করেন তিনি। সালমান এবং রোনাল্ডোর ভিডিও এবং ফটো অনলাইনে প্রকাশিত হয়েছে, যা ভক্তদের ‘ক্রসওভার’ নিয়ে উত্তেজিত করে রেখেছে।

 

একটি ভিডিওতে সালমান খানকে ভিভিআইপি আসনে বসে ম্যাচ দেখতে দেখা যাচ্ছে। তার পাশে ছিল জর্জিনা অত্যাশ্চর্য পোশাকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তাঁর পাশে বসেছিলেন এবং ম্যাচটিতে পুরোপুরি ডুবে রয়েছেন সকলেই।

 

ভাইরাল ভিডিওতে একজন ফ্যান লিখেছেন, “সর্বশ্রেষ্ঠ ফুটবলার এবং সর্বশ্রেষ্ঠ অভিনেতা।” আবার কেউ লিখেছেন  “জ্বলওয়া হ্যায় ভাইজান কা (এটি সালমান খানের ক্যারিশমা),” আরেকজন  লিখেছেন , “সব ক্রসওভারের মা।”

 

এদিকে রোববার সকালে মুম্বাই ফিরে আসেন সালমান খান। ভাইজান বর্তমানে জিও সিনেমাতে বিগ বসের নতুন সিজন হোস্ট করতে ব্যস্ত। সম্প্রতি একটি এপিসোডে এসেছিলেন আরবাজ খান এবং সোহেল খান।

 

পাশাপাশি টাইগার 3-এর প্রতীক্ষায় দিন গুনছেন সালমান। মণীশ শর্মা পরিচালিত, ছবিতে ক্যাটরিনা কাইফের সঙ্গে ফের জাদু ছড়াবেন তিনি। এটি টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ফিল্ম।

 

একুশে সংবাদ/আ.ট.প্র/জাহা

Link copied!