জনপ্রিয় আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন ২৪ অক্টোবর। বিশেষ দিনে স্মরণীয় করে রাখতে প্রতি বছরই নিজের জন্মদিন ধুমধাম করেন পালন করেন তিনি। গতবারও জমকালো আয়োজনে পালন হয়েছিল তার জন্মদিন। তবে এবারের জন্মদিন জমকালো আয়োজনে পালন করবেন না এই অভিনেত্রী ।
কারন হিসেবে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই পরীমনির নানা অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি রয়েছেন। আর এই নানাকে নিয়েই প্রতি বছর নিজের জন্মদিন উদযাপন করেন নায়িকা।

এ নিয়ে পরীমনি বলেন, ‘আমার নানু আমার জন্য কি সেটা সবাই জানেন। তিনি কদিন ধরেই অসুস্থ। তার অসুস্থতার জন্য আমি শুটিংও বাদ দিয়েছিলাম। তাই এবার জন্মদিনটি পালন করতে পারছি না।’
গণমাধ্যমকে আলোচিত এই নায়িকা বলেন, ‘তবে পরে একদিন সবাইকে নিয়ে উদযাপনের চেষ্টা করবো।’
শুধু নানাই নন, ঢাকাই সিনেমার এ চিত্রনায়িকা নিজেও ডাক্তারের পরামর্শে গেল ক’দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

গত ১২ অক্টোবর জ্বর নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন পরীমণি। পরী বলেন, বেশ কয়দিন ধরে অসুস্থবোধ করায় হাসপাতালে যান চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেন চিকিৎসক। এরপরই হাসপাতালে ভর্তি হন পরী।
পরীমনি এখন ব্যস্ত সময় পার করছেন সরকারি অনুদানের ‘ডোডোর গল্প’ সিনেমা নিয়ে। বর্তমানে ইস্কাটনের একটি বাড়িতে এর শুটিং চলছে। রেজা ঘটকের পরিচালনায় এই সিনেমাতে তার সঙ্গে আছেন সাইমন সাদিক, আহসান হাবিব নাসিম প্রমুখ।
একুশে সংবাদ/ম.হ.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

