AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

অ্যাঞ্জেলিনা জোলির আঙুলে নতুন ট্যাটু!


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:৩০ পিএম, ২৪ আগস্ট, ২০২৩
অ্যাঞ্জেলিনা জোলির আঙুলে নতুন ট্যাটু!

সম্প্রতি দুই হাতের মধ্যমায় ট্যাটু এঁকেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর তা নিয়েই নেটিজেনদের নানা কথা। অনেকেই ধরে নিয়েছেন, অভিনেত্রী নিশ্চয়ই প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের জন্য কোনো বার্তা রেখেছেন ট্যাটুতে।

 

নিউ ইয়র্কের বিখ্যাত ব্যাং ব্যাং ট্যাটু পার্লারের শিল্পী মিস্টার কে জোলির এই ট্যাটুর ডিজাইন করেছেন বলে মারকা ডটকম জানিয়েছে। ভক্তরা বলছেন এটি সাবেক স্বামী ব্র্যাড পিটের জন্য বার্তা।

 

মিস্টার কে মঙ্গলবার ইনস্টাগ্রামে জোলির ট্যাটু করা আঙুলের একটি ছবি শেয়ার করার পর ভক্তদের মাঝে এ উন্মাদনার সৃষ্টি হয়। পোস্টটিতে দেখা যায় জোলির আঙ্গুলগুলোকে ঝাপসা করে দেওয়া হয়েছে। তবে এখনও জানা যায়নি ট্যাটুটি আসলে কিসের।

 

ট্যাটু আর্টিস্ট, পোষ্টটিতে এঞ্জেলিনা জোলিকে ট্যাগ করে বলেছেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি আসলে তার হাত ধরে ট্যাটু করেছি।’

 

ভক্তদের উদ্যেশ্যে কে বলেন, ‘আন্দাজ করুন তার হাতের তালুতে কি রয়েছে?’ দেখা গেছে বেশিরভাগ ভক্তের মন্তব্যে যায়গা করে নিয়েছে ব্র্যাড এর নাম। 

 

তবে কেউ কেউ বলেছেন, এটা ব্র্যাড পিট নন, দ্রুতই তিনি উন্মোচন করবেন ট্যাটুটি কিসের।

 

ব্র্যাড পিটের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় ২০১৬ সালে। তাদের বিচ্ছেদের ঠিক আগে তাদের স্থায়ী বন্ধনের প্রতীক হিসেবে একই রকম ট্যাটু খোদাই করেছিলো। অ্যাঞ্জেলিনা আগে অনেক সাক্ষাৎকারে বলেছেন তিনি সুঁই ভয় পান না। তার শরীরে প্রায় ২০টির মতো ট্যাটু রয়েছে প্রতিটি তার জনহিতকর কাজ এবং তার ছয় সন্তানের প্রতি ভক্তির প্রমাণ।

অ্যাঞ্জেলিনা জোলির আঙুলে নতুন ট্যাটু! 

 

সম্প্রতি দুই হাতের মধ্যমায় ট্যাটু এঁকেছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আর তা নিয়েই নেটিজেনদের নানা কথা। অনেকেই ধরে নিয়েছেন, অভিনেত্রী নিশ্চয়ই প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের জন্য কোনো বার্তা রেখেছেন ট্যাটুতে।

 

নিউ ইয়র্কের বিখ্যাত ব্যাং ব্যাং ট্যাটু পার্লারের শিল্পী মিস্টার কে জোলির এই ট্যাটুর ডিজাইন করেছেন বলে মারকা ডটকম জানিয়েছে। ভক্তরা বলছেন এটি সাবেক স্বামী ব্র্যাড পিটের জন্য বার্তা।

 

মিস্টার কে মঙ্গলবার ইনস্টাগ্রামে জোলির ট্যাটু করা আঙুলের একটি ছবি শেয়ার করার পর ভক্তদের মাঝে এ উন্মাদনার সৃষ্টি হয়। পোস্টটিতে দেখা যায় জোলির আঙ্গুলগুলোকে ঝাপসা করে দেওয়া হয়েছে। তবে এখনও জানা যায়নি ট্যাটুটি আসলে কিসের।

 

ট্যাটু আর্টিস্ট, পোষ্টটিতে এঞ্জেলিনা জোলিকে ট্যাগ করে বলেছেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না যে আমি আসলে তার হাত ধরে ট্যাটু করেছি।’

 

ভক্তদের উদ্যেশ্যে কে বলেন, ‘আন্দাজ করুন তার হাতের তালুতে কি রয়েছে?’ দেখা গেছে বেশিরভাগ ভক্তের মন্তব্যে যায়গা করে নিয়েছে ব্র্যাড এর নাম। 

 

তবে কেউ কেউ বলেছেন, এটা ব্র্যাড পিট নন, দ্রুতই তিনি উন্মোচন করবেন ট্যাটুটি কিসের।

 

ব্র্যাড পিটের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয় ২০১৬ সালে। তাদের বিচ্ছেদের ঠিক আগে তাদের স্থায়ী বন্ধনের প্রতীক হিসেবে একই রকম ট্যাটু খোদাই করেছিলো। অ্যাঞ্জেলিনা আগে অনেক সাক্ষাৎকারে বলেছেন তিনি সুঁই ভয় পান না। তার শরীরে প্রায় ২০টির মতো ট্যাটু রয়েছে প্রতিটি তার জনহিতকর কাজ এবং তার ছয় সন্তানের প্রতি ভক্তির প্রমাণ।

 

একুশে সংবাদ/র.ই.প/জাহা

Link copied!