AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৭ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রণবীর সিংয়ের সঙ্গে নগ্ন ফটোশুট করতে চান এই নায়িকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:৪২ পিএম, ৩১ জুলাই, ২০২৩

রণবীর সিংয়ের সঙ্গে নগ্ন ফটোশুট করতে চান এই নায়িকা

বলিউডে এখন রণবীর সিংয়ের ‘রকি অর রানি কি প্রেম কাহিনী’র ঝড় চলছে। আমজনতা থেকে সেলেব্রটি সবাই এই সিনেমা দেখে হিট রিভিউ দিচ্ছেন। স্বাভাবিকভাবেই খবরের শিরোনামে সিনেমার নায়ক রণবীর সিং। এবার সেই অভিনেতাকে নিয়েই এক অদ্ভূত ফ্যান্টাসির গল্প শোনালেন বলিউডের বিতর্কিত নায়িকা শার্লিন চোপড়া।

 

ক্যামেরার সামনে তার খুল্লামখুল্লা অবতারের জন্য তিনি বেজায় জনপ্রিয়। তবে দীর্ঘ কয়েক বছর পর্দায় দেখা না দিলেও খবরের শিরোনামে এসেছেন নানা বিতর্কের জন্য। কখনও রাখি সাওয়ান্তের সঙ্গে বিবাদের জেরে, আবার কখনও বা রাজ কুন্দ্রার পর্নোকাণ্ডে নাম জড়ানোর কারণে থেকেছেন চর্চায়। এবার রণবীরকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তিনি।

 

এ নিয়ে ভারতীয় এক সংবাদমাধ্যমে জানানো হয়, নিজের আসন্ন সিরিজ ‘পৌরুষপুর টু’ নিয়ে এক সংবাদ সম্মেলনে শার্লিন বলেন, ‘রণবীরের সঙ্গে কোনো নির্জন দ্বীপে গিয়ে নগ্ন ফটোশুট করতে চাই। আমি ম্যাগাজিনের কভারশুটে নগ্ন হয়ে যেটা কয়েক বছর আগে করে দেখিয়েছি। সেটা রণবীর সিং সম্প্রতি করেছেন। ওর বেলায় সকলে প্রশংসা করেছেন কিন্তু আমাকে বহু কটাক্ষ শুনতে হয়েছিল।’

 

প্রসঙ্গত, একতা কাপুরের হাত ধরেই পর্দায় ফের পুনর্জন্ম হতে চলেছে শার্লিনের। অভিনেত্রী নিজেই এমনটা দাবি করেছেন। ‘টেলিভিশন কুইন’-এর হাত ধরে তার পরবর্তী প্রজেক্ট ‘পৌরুষপুর টু’ দিয়েই দীর্ঘ বিরতির পর কাজে ফিরছেন বলিপাড়ার বোল্ড নায়িকা।

 

কিডনির অসুখে ভুগে কাজ থেকে সরে গিয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন, তিন মাসের বেশি বাঁচবেন না তিনি। তবে মনে জেদ চেপেই অসুখের সঙ্গে লড়াই করে ফিনিক্স পাখির মতো ফিরে এসেছেন শার্লিন। আর এই সেকেন্ড ইনিংসের জন্য একতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

একুশে সংবাদ/চ.ন.প্র/জাহা

Shwapno
Link copied!