AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অবাক নুসরাত, পেলেন প্রেম ও বিয়ের প্রস্তাব


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:০৫ পিএম, ২৭ জুলাই, ২০২৩

অবাক নুসরাত, পেলেন প্রেম ও বিয়ের প্রস্তাব

তারকাদের মন জিতে নিতে কত কিছুই না করেন অনুরাগীরা। কেউ ফুল পাঠান, কেউবা রক্ত দিয়ে চিঠি লেখেন। এছাড়া বিভিন্ন উপহার তো থাকেই। তবে নুসরাত জাহানের এক অনুরাগী যা করলেন, তা দেখে হতবাক নুসরাতও!


সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটা ছবি পোস্ট করেছেন নুসরাত। ক্যাপশনে লিখেছেন, ‘জীবনের সব ব্যথাকে শক্তিতে পরিণত করো।’ আর তা দেখেই নেটিজেনদের মধ্যে হইচই পড়ে গেছে। একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ কি হলো, কোন ব্যথার কথা বলছেন?’ আর একজন তো সরাসরি নুসরাতকে প্রেম নিবেদন করে বসলেন। তবে শুধু প্রেমই নয়, তাকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘বিয়ে করবেন আমাকে?’


প্রসঙ্গত, প্রযোজনা সংস্থা খুলেছেন যশ-নুসরাত। নতুন ইনিংসের শুরুতেই অনুরাগীদের চমকে দিয়ে সিনেমার ঘোষণা করলেন তারকা দম্পতি। বাংলায় ‘পুলিশ ব্রহ্মাণ্ড’। সিনেমার নাম ‘মেন্টাল’। যার মুখ্য ভূমিকায় স্বামী ও স্ত্রী যশ-নুসরাত। এ সিনেমায় যশকে দেখা যাবে এক পুলিশের ভূমিকায়।


প্রযোজক-অভিনেতার ভাষায় বলতে হলে, ‘স্বভাবে নম্র হলেও মনের দিক থেকে অভিমানী। তবে শয়তানদের জন্য তিনি মেন্টাল।’


অপরাধীদের দমন করতে পুলিশের ভূমিকায় যশ কেমন চমক দেন সেটাই দেখার অপেক্ষায় অনুরাগীরা। এদিকে নিজের প্রযোজিত প্রথম সিনেমার নায়িকা নুসরাত জাহান। ‘মেন্টাল’-এর মোশন পোস্টার রিলিজ করে যশ আরও এক সারপ্রাইজ দিলেন অনুরাগীদের। এছাড়া অভিনেত্রী সায়ন্তনী ঘোষকেও দেখা যাবে এ সিনেমাতে। পরিচালনায় বাবা যাদব। যশ-নুসরাতকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও।


একুশে সংবাদ/এপি

Shwapno
Link copied!