খলনায়ক বলতেই ঢালিউডপ্রেমী দর্শকের চোখে যার মুখ ভেসে ওঠে সবার প্রথমে, তিনি হলেন সবার প্রিয় মানুষ মিশা সওদাগর। প্রায় দুই যুগের বেশি সময় ধরে এই ভূমিকায় তার দাপট অব্যাহত ধরে রেখেছেন। এর মধ্যে অনেক অভিনেতাই খল চরিত্রে কাজ করেছেন। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে সাফল্য কিংবা জনপ্রিয়তা কেউ নিতে পারেনি। তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন ।
ক্যারিয়ারের এত দীর্ঘ সময় পেরিয়ে এখনও সিনে পর্দায় ভিলেন হিসেবে মিশার রাজত্ব দেখা যায়। এই ঈদে তার মুক্তি প্রতীক্ষিত সিংহভাগ ছবির খলনায়ক তিনি থাকবেন। এর মধ্যে চারটি ছবির খবর নিশ্চিত করলেন অভিনেতা। এগুলো হলো- তপু খান পরিচালিত ‘লিডার: আমিই বাংলাদেশ’, মো. ইকবালের ‘কিল হিম’, সোলায়মান আলী লেবুর ‘প্রেম প্রীতির বন্ধন’ ও সুমন ধর নির্মিত ‘শত্রু’।
মিশা সওদাগর সাংবাদিকদের বললেন, ‘এই ঈদে বেশ কয়েকটি ছবি মুক্তি পাচ্ছে। এগুলোতে নায়ক অনেকজন। কিন্তু সকল ছবিতে ভিলেন আমি একাই! এটা সত্যিই সবার ভালোলাগার মতো ব্যাপার। দর্শকের ভালোবাসার সুবাদেই এমনটা সম্ভব হচ্ছে বলে বিশ্বাস করি আমি।’
উল্লেখ্য, ‘কিল হিম’ ছবির মাধ্যমে প্রথমবার অন্য কারও প্রযোজনায় অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন একসময়ের জনপ্রিয় নায়ক রুবেল।
একুশে সংবাদ/ম.ই.প্রতি/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

