AB Bank
ঢাকা সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

বিয়ে করেছেন জায়েদ খান?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৬:২৮ পিএম, ১৫ মে, ২০২৪
বিয়ে করেছেন জায়েদ খান?

অনেকদিন ধরে মেয়ে ভক্তদের ‘যন্ত্রণায়’ অতিষ্ঠ চিত্রনায়ক জায়েদ খান। তবে এবার বুঝি থিতু হলেন এই এলিট ব্যাচেলর। কারণ খবর বেরিয়েছে বিয়ে করেছেন জায়েদ। আর বিষয়টি যদি সত্য হয় তাহলে, হাজার তরুণীর ঘুম হারাম।


বিয়ের ব্যাপারটি জানিয়েছেন জনপ্রিয় এক উপস্থাপক-অভিনেতা। আর তাতেই বেশ শোরগোল। ফেসবুকে অনেকটাই ছড়িয়ে পড়ছে বিয়ের খবর। কারো মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন, কারো মতে, এক নায়িকাই হয়েছেন তার ঘরনি।

বিয়ে বিষয়টি ছড়িয়েছে উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের একটি ফেসবুক পোস্টে।

তিনি তাঁর সঙ্গে জায়েদের দুটি ছবি আপলোড করে লেখেন, ‘অসাধারণ পরিবর্তন। মুগ্ধ আমি। উনার (জায়েদ) কিন্তু বিয়ে হয়ে গেছে।’

এরপরই কমেন্টে বক্স ভরে যায় শুভকামনা। আবার অনেকেই এটাকে ‘মজা’ হিসেবে নিয়েছেন। বিয়ষটি আসলে কী—জানতে যোগাযোগ করা হয়েছিল জায়েদ খানের সঙ্গে। তিনি গনমাধ্যমকে বলেন, ‘ধুর! ফাঁকা আওয়াজ।’

পরে যোগ করে বলেন, ‘আলোচনায় থাকতে এগুলো। খামাখা।’ তবে বিষয়টি নিয়ে বিস্তারিত আর বলেননি জায়েদ।

জায়েদ খান গত কয়েক মাস ধরেই নিয়মিত যাচ্ছেন বিভিন্ন দেশে। অংশ নিচ্ছেন স্টেজ পারফর্মেন্সে। মাত্রই দিলেন অস্ট্রেলিয়ার ট্যুর। মে মাসের শেষ সপ্তাহেই লন্ডনে শো মাতাবেন। এছাড়া নগদের জন্য করা তার বিজ্ঞাপনও বেশ আলোচনায়!

 

একুশে সংবাদ/এনএস

Link copied!