পরিচালক স্যাম মেন্ডেস হলেন কেট উইন্সলেটের সাবেক স্বামী। গত শুক্রবার কেট উইন্সলেট জেমস ক্যামেরনের ২৫তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে ‘দ্য মিরর’কে বলেন- ‘রেভুলিউশনারি রোড’ মুভিতে আমার স্বামীর সামনে ডিক্যাপ্রিওর সঙ্গে খোলামেলা দৃশ্যগুলো ধারণ করতে খুব বিব্রত লাগছিল। ডিক্যাপ্রিও আমাকে স্বাভাবিক হওয়ার জন্য অনেক সাহায্য করেছে এবং আমার স্বামীও বিষয়টি সহজভাবে নিয়েছিল।
‘দ্য মিরর’কে ডিক্যাপ্রিও বলেন, আমরা সক্রিয়ভাবে আবারো একসঙ্গে কিছু করার জন্য খুঁজছিলাম। সেই সুযোগটাই কাজে লাগিয়েছি; যার অনুভূতি এখনো কল্পনায় মাঝে মাঝে ভেসে আসে।
ডিক্যাপ্রিও আরো বলেন যে, আমাদের মধ্যে বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধন ছিল; যা কাজটি করার ক্ষেত্রে অনেক সাহায্য করেছে। আমাদের মধ্যে অবশ্যই একটি স্বাচ্ছন্দ্যের স্তর রয়েছে, যেটা দিয়ে আমরা অভিনয়ের মাধ্যমে প্রত্যেককে চ্যালেঞ্জ করি। এ মুভিতে সাহসী দৃশ্যে অভিনয় করে আমরা সফল হয়ে বিভিন্ন পুরস্কারও অর্জন করেছি।
অন্যদিকে বিচ্ছেদের বিষয়ে কথা বলতে গিয়ে এই অভিনেত্রী বলেন, ২০১০ সালে স্যামের সঙ্গে আমার বিচ্ছেদ হয় এবং আমাদের একটি সন্তান রয়েছে। আমরা দুজনেই আমাদের সন্তানকে অনেক ভালোবাসি এবং কোনো দ্বন্দ্ব ছাড়াই তাকে ভাগাভাগি করে লালন-পালন করছি।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :