ঋষভ পন্থ আর উর্বশী রাওতেলা। কখনও করবা চৌথের শুভেচ্ছা কখনও আবার ভিডিয়ো সব দেখেই দুইয়ে দুইয়ে চার করতে ভুলছেন না দর্শক। যে সময় ঋষভ অস্ট্রেলিয়ায়, ঠিক তখন উর্বশীও সেখানে। কয়েক দিন আগে একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন অভিনেত্রী। যে ভিডিয়োয় উর্বশী বলছেন ‘আই লাভ ইউ’। ব্যস যেমন বলা তেমন কাজ। এ কথা শুনেই সবাই ভেবে বসেছেন এ কথা নিশ্চয়ই পন্থের উদ্দেশেই বলেছেন নায়িকা।
এত দিন পর্যন্ত চুপ ছিলেন অভিনেত্রী। শেষ কয়েক দিন নানা রকমের কথা উঠেছে। কিন্তু কোনও মন্তব্যই করেননি উর্বশী। অবশেষে মুখ খুললেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের বক্তব্য স্পষ্ট করলেন অভিনেত্রী। তিনি লেখেন, “আমি সমস্ত ধোঁয়াশা পরিস্কার করতে চাই। সাম্প্রতিক কালে আমার ‘আই লভ ইউ’ বলা একটি ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে। সকলের উদ্দেশে বলতে চাই এই ভিডিয়োটি শুধু মাত্র অভিনয়ের অংশ। কোনও ব্যক্তিকে উদ্দেশ্য করে তৈরি করা হয়নি। এমনকি কোনও ভিডিয়ো কলেরও অংশ নয় এই ভিডিয়ো।”
একুশে সংবাদ/ আ.বা/ রখ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

