পশ্চিম থেকে দক্ষিণ, সবাই তাঁর রূপের জাদুতে মুগ্ধ। এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই নাম সামান্থা প্রভু। ‘ও অন্তাভা’ গানের রেশ কাটতে না কাটতেই নতুন লুকে ধরা দিলেন নায়িকা। কপালে ক্ষত। নাকেও আঘাতের চিহ্ন। ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছেন নায়িকা। চেনা ছকের বাইরে চুলের স্টাইলও । প্রকাশ্যে এল সামান্থার আগামী ছবি ‘যশোদা’র প্রথম লুক।
এই ভাবে অভিনেত্রীকে দেখে কেউই অভ্যস্ত নন। প্রথম লুক প্রকাশ্যে আসতে না আসতেই ছবির পরবর্তী পরিকল্পনার কথাও ফাঁস করে নায়িকা জানিয়ে দিলেন, ছবির প্রচার ঝলকের তারিখ। ৯ সেপ্টেম্বরে সামনে আসবে প্রথম ঝলক। সময় ঠিক রাত ৯টা ৪৯। এই নির্দিষ্ট সময়ের কি কোনও কারন রহস্য আছে? তা জানা যায়নি এখনও।
‘ফ্যামিলি ম্যান ২’ সিরিজে সামান্থার অভিনয়ে এখনও বুঁদ দর্শক। তবে শুধুই কি পেশাদার জীবন? না, তা বললে ভুল হবে। নাগা চৈতন্যের সঙ্গে প্রেম, বিয়ে এবং তার পর বিচ্ছেদও উঠে এসেছে দফায় দফায়। বিচ্ছেদের পর তাঁর কেরিয়ারের চাকা গড়িয়েছে তরতরিয়ে। এখন এই নতুন ছবিতে নায়িকা ঠিক কোন অবতারে দর্শকের কাছে ধরা দেন, সেটাই দেখার।
একুশে সংবাদ/ আ.বাজার/ রখ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

