AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আপনি চাইলে হাতই কেটে ফেলবো’:বলিউডের কিং শাহরুখ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৪০ পিএম, ২০ এপ্রিল, ২০২২

‘আপনি চাইলে হাতই কেটে ফেলবো’:বলিউডের কিং শাহরুখ

ছবি: সংগৃহীত

বলিউডের কিং শাহরুখ খান যখন দু হাতে মেলে দেন, তখন কোটি ভক্তের মনে খেলে যায় অপার আনন্দ, ভালোবাসা।তার অধিকাংশ সিনেমাতেই এই স্টাইলটি দেখা যায়। শাহরুখের হাত মেলে দেওয়া স্টাইলটি কালজয়ী এবং আইকনিক।  

শাহরুখ খান মঙ্গলবার (১৯ এপ্রিল) নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন । নাম ‘ডানকি’। পরিচালনা করবেন বলিউডের মাস্টারমেকার, শতভাগ সফল নির্মাতা রাজকুমার হিরানি। এটি হতে যাচ্ছে শাহরুখ-হিরানি জুটির প্রথম প্রজেক্ট।

রাজকুমার হিরানি হলো বলিউডের এমন এক নির্মাতা, যার প্রত্যেকটি সিনেমা ব্লকবাস্টার হিট। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ কিংবা ‘সঞ্জু’, প্রতিটি সিনেমায় তিনি বাজিমাত করেছেন। এবার শাহরুখকে নিয়ে শুরু করছেন ‘ডানকি’। দর্শকের আগ্রহ তুঙ্গে। দেখার পালা, দুই তারকা মিলে কী উপহার দেন।

হিরানির সিনেমার জন্য কিং এতোটাই আগ্রহী যে, নিজের বিশেষ পোজটি তো দূরের কথা, হাত পর্যন্ত কেটে ফেলতে রাজি। অভিনেতা বলেন, ‘আপনি চাইলে হাতই কেটে ফেলবো’।

শাহরুখ খানের সঙ্গে সিনেমাটিতে অভিনয় করবেন তাপসী পান্নু। এটি আগামী বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাবে।

একুশে সংবাদ/ঢা.পো/এস.আই
 

Shwapno
Link copied!