আইরাকে জড়িয়ে ধরে হাসপাতালে বসে সৃজিত। আদর করে দিচ্ছেন তাঁর ছোট্ট মেয়েকে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বাবা মেয়ের আদরের ছবি উঠে আসে। এখন সৃজিতের নয়নের মণি আইরা। কখনও আইরার সঙ্গে খেলতে দেখা যায় তাঁকে, কখনও আবার বুকের উপর নিশ্চিন্তে ঘুমোয় সো। মঙ্গলবার ঠিক দুপুর বারোটা নাগাদ সৃজিতর পোস্ট দেখে খানিকটা চিন্তায় পড়েছিলেন অনুরাগীরা।
ক্যাপশনে তিনি লেখেন-' আমার রাজকন্যার চোখের সার্জারির জন্য অপেক্ষা করছি। পোস্ট দেখে মিথিলার সঙ্গে জি ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে যোগাযোগ করা হয়, তিনি বলেন 'পাঁচ ছয় মাস আগে চোখের পাতায় আঞ্জনি হয়েছিল, কমছিল না কিছুতেই। তাই অপারেট করতে হল। এখন ভাল আছে আইরা। আগামিকাল তার ব্যান্ডেজও খুলে দেওয়া হবে'।
বেশ কিছুদিন বাংলাদেশে কাটিয়ে সৃজিতের কাছে ফিরেছেন মিথিলা এবং মেয়ে আইরা। সৃজিতও শুরু করেছেন 'X= প্রেম' ছবির শুটিং, যেখানে ফ্রেশ জুটি নিয়ে কাজ করছেন পরিচালক। এই ব্যস্ততার মাঝেই এবার মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন পরিচালক। এই পোস্ট দেখে অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন সৃজিতের ছোট্ট রাজকন্য়াকে।
একুশে সংবাদ/ আরিফ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

