AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

অপূর্ব‍‍`র গল্পের নায়িকা সাবিলা নূর


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৩৯ পিএম, ২৬ জুন, ২০২১
অপূর্ব‍‍`র গল্পের নায়িকা সাবিলা নূর

আসছে কোরবানি ঈদ উপলক্ষে নির্মাতা রুবেল হাসান হাজির হচ্ছেন বিশেষ চমক নিয়ে।  যার নাম ‘আগডুম বাগডুম’। যার চিত্রনাট্য লিখেছেন অভিনেতা অপূর্ব নিজেই। এতে অভিনয় করেছেন ‘বড় ছেলে’-খ্যাত অপূর্ব ও নায়িকা হিসাবে রয়েছে সাবিলা নূর।

সাম্প্রতিক অপূর্ব-মেহজাবীনকে নিয়ে রুবেল হাসান নির্মান করেছিলেন ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে নাটকটি। গত এক বছরে প্রকাশিত সবচেয়ে জনপ্রিয় নাটকের মধ্যে এটি অন্যতম।

এবার রুবেল হাসান-অপূর্ব মিলে যুক্ত হলেন ‘আগডুম বাগডুম’ নিয়ে। এই নাটকটি চিত্রনাট্য তৈরি করেছেন রাজীব আহমেদ।

সিএমভি’র ব্যানারে সদ্য নির্মিত এই নাটকটির উল্লেখযোগ্য দুটি চরিত্রে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু ও সাবেরী আলম।

গল্পে দেখা যাবে, ছোটভাই ও মাকে নিয়ে অপূর্বর ছোট সংসার। ছোটভাই একটি দোকানে চাকরি করলেও বড়ভাই বেকার। ছোটভাই একই দোকানে অপূর্বর জন্য চাকরি ঠিক করে। প্রথম দিনেই ক্রেতা সাবিলা নূরের সঙ্গে অপূর্বর বাধে ঝগড়া! সাবিলার অভিযোগে দুই ভাইয়ের চাকরি চলে যায় একসঙ্গে। নাটকের গল্পে মোড় নেয় অন্য নাটকীয়তা।

নির্মাতা রুবেল হাসান নাটকটি প্রসঙ্গে বলেন, ‘গল্পটি অপূর্ব ভাইয়ার। একেবারে ইউনিক একটা বিষয় রয়েছে এতে। কাজটা মাত্রই শেষ করলাম। 

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানালেন, ঈদ উৎসবে নাটকটি প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

একুশে সংবাদ/ আরিফ